Your cart is currently empty!
আরবি বর্ণমালার ক্রমবিন্যাস
প্রাচীনকালেও কী আলিফ-বা-তা-সা (اب ت ث) এভাবেই পড়া হতো?
উহুঁ, একদমই না। তখন পড়া হতো আলিফ-বা-জিম-দাল (ا ب ج د)। তাহলে কীভাবে বর্তমান রূপে এলো? আজ আপনাদের সেই গল্পই বলব।
আরবি বর্ণমালার বর্তমানে প্রচলিত ক্রমবিন্যাস উমাইয়া খলিফা আবদুল মালিক ইবনু মারওয়ানের আমলে নসর ইবন আসিম ও ইয়াহয়া ইবনু ইয়ামুর আল-উদওয়ানি প্রমুখ উদ্ভাবন করেন। এর পেছনে কারণ ছিল সম-আকৃতির হরফগুলোকে একসাথে রাখা।
প্রথম দুটো হরফ (ا ب) আগের মতোই রাখা হয়েছে। কিন্তু তার পরে জিম (ج) না এসে বা (ب)-এর সম-আকৃতির তা ও সা (ت ث) এসে জুড়ে বসেছে। এরপর আবার আগের নিয়মের জিম (ج) বসেছে। কিন্তু দাল ও যাল (د ذ)-এর পর হা (هـ) আসার কথা, কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে একদম শেষে। এর কারণ হলো আরবি ভাষায় অনেক সময় হা (هـ) অনুচ্চারিত থাকে, কখনও আবার স্বরবর্ণের (vowel sound) কাজ দেয়, তাই একে একদম শেষ কাতারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তারপর যা (ز) ছিল রা (ر)-এর আগে। কিন্তু (ز)-এর উপর নুকতা থাকায় তাকে পরে রাখা হয়েছে।
তবে, এক জায়গায় কোনো পরিবর্তন ঘটে নাই। তাই কাফ-লাম-মিম-নুন (ك ل م ن) এখনও একসাথেই আছে।
এই চার বর্ণ একসাথে থাকাটা এক ঐতিহাসিক ব্যাপার। ফিনিশীয় বর্ণমালা থেকে কত যে বর্ণের উদ্ভব হয়েছে, প্রত্যেক জনগোষ্ঠী কিছু বর্ণ বাড়িয়েছে কমিয়েছে, কিন্তু এই চার বর্ণের অবস্থান পরিবর্তন হয় নাই। পৃথিবীতে বর্তমানে মোট জনগোষ্ঠীর ৩৬% (প্রায় ২.৬ বিলিয়ন) মানুষ লাতিন বর্ণমালা ব্যবহার করে, ১৪% (১ বিলিয়ন) মানুষ আরবি বর্ণমালা ব্যবহার, ৪% (০.৩ বিলিয়ন) সিরিলিক বর্ণমালা ব্যবহার করে, আর এই তিন বর্ণমালাই এসেছে ফিনিশীয় বর্ণমালা। এই তিন বর্ণমালার মধ্যে যতই পার্থক্য থাকুক, ক-ল-ম-ন উচ্চারণের চারটা বর্ণ একসাথেই আছে!
যেমন :
লাতিন হরফে— K L M N
আরবি হরফে— ك ل م ن
সিরিলিক হরফে— К Л М Н
যাই হোক, আরবি বর্ণমালা নিয়ে কথা হচ্ছিল। বর্ণমালার একদম শেষে স্বরবর্ণ যুক্ত করা হয়।
অবশ্য আমরা যেভাবে লিখি, এছাড়াও আরও কয়েক ধরনের ক্রমবিন্যাস আছে। যেমন মরক্কো ইত্যাদি দেশে প্রচলিত ‘মাগরিবি’ বর্ণমালা এভাবে লেখা হয় :
ا ب ت ث ج ح خ د ذ ر ز ط ظ ك ل م ن ص ض ع غ ف ق س ش هـ و ي لا
বিখ্যাত আরবি অভিধান ‘আল-আইন’-এ বর্ণমালার ক্রম এভাবে লেখা হয়েছে :
ع ح هـ خ غ ق ك ج س ش ص ض ر ز ط د ت ظ ذ ث ل ن ف ب واي م
আসলে পৃথিবী বৈচিত্র্যময়, সবকিছুতে বৈচিত্র্য থাকবেই।
Leave a Reply